ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মোরেলগঞ্জে মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে হতাহত ৩

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫১, ২৪ জুলাই ২০১৯ | আপডেট: ২৩:০৯, ২৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জে বিপরীতগামী মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মুন্না হক (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।এতে গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।বুধবার রাত ৮টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল এলকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুন্না সন্ন্যাসী গ্রামের সাউন্ড সিষ্টেম ব্যবসায়ী সামছুল হক হাওলাদারের ছেলে।স্থানীয় এআর খান ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র মুন্না ঘটনার সময় তার অপর দুই বন্ধুকে নিয়ে নিজের মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল। 

আহত অপর দু’জন হচ্ছেন,একই এলাকার চান মিয়া হাওলাদারের ছেলে রায়হান রাজ (১৮) ও শরণখোলা উপজেলার পাহলান বাড়ি এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে আলিম ২য় বর্ষের ছাত্র ইছা হাওলাদার(১৯)।আহতদের মধ্যে রায়হান রাজকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়েছে। 

এবিষয়ে থানার এসআই শরিফুল ইসলাম বলেন,সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র মুন্না নিহত হয়েছেন এবং তার সঙ্গে একই মোটরসাইকেলে থাকা রায়হান রাজ ও ইছা গুরুতর আহত হয়েছেন।তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এনএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি