ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

জনপ্রশাসন পদক পেলেন আশরাফুর রহমান

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২১, ২৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জনপ্রশাসন পদক-২০১৯ পেয়েছেন উপ-সচিব আশরাফুর রহমান। মুন্সিগঞ্জের এই কৃতি ব্যক্তিত্ব মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসকের(সার্বিক)দায়িত্ব পালন করেছেন। 

জানা যায়, জেলা প্রশাসন মৌলভীবাজার কর্তৃক গৃহীত উদ্ভাবনী উদ্যোগ ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী সনদ প্রদান সহজিকরণ’ এর ক্ষেত্রে অবদানের জন্য এ পদক লাভ করেন।তার ঐ উদ্যোগের ফলে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সনদ প্রদানের প্রচলিত সময় সাপেক্ষ, ব্যয়বহুল ও ভোগান্তিকর প্রক্রিয়ার পরির্বতে একটি স্বচ্ছ হয়রানিমুক্ত স্বল্পসময় ও খরচ সম্বলিত পদ্ধতির প্রর্বতন হয়।
 
অপরদিকে চার কার্যালয়ের সমন্বয়ে কাগজ প্রস্তুত করলে ঐ সনদ পেতেন এ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন। সফটওয়ার ভিত্তিক এ উদ্যোগের ফলে জেলা প্রশাসন মৌলভীবাজার ভিজিট করে ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে একদিনেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সনদ প্রদান করা হচ্ছে।  

এমএস/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি