ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

টঙ্গীতে ছেলেকে হত্যা করে বাবার আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ২৮ আগস্ট ২০১৯ | আপডেট: ১৫:৫৬, ২৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সংসারে অভাব অনটন ও ছেলে প্রতিবন্ধি থাকায় গাজীপুরের টঙ্গীর হাজিবাড়ি এলাকায় একটি বাসা বাড়িতে ছেলেকে হত্যা করে বাবা আত্মহত্যা করে। নিহতরা হলেন- নরসিংদীর বেলাব থানার বটেশ্বর এলাকার বাসিন্দা আব্দুল হালিম ও তার ৮ বছরের ছেলে নোমান। তারা সপরিবারে টঙ্গীর হাজিবাড়ি এলাকার শাহজাদা আলমের বাড়িতে ভাড়া থাকতো। 

পুলিশ  জানায়, টঙ্গীর হাজিবাড়ি এলাকার শাহজাদা আলমের বাসা বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো আব্দুল হালিম। তার পরিবারে ৪ সন্তান ও স্ত্রী ছিল। সংসারে অভাব অনটন থাকায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন আব্দুল হালিম।

এক পর্যায়ে রাত ২টার দিকে তার প্রতিবন্ধি ছেলে নোমানকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তিনি নিজেও বারান্দার গ্রিলে গলায় ফাঁস লালিয়ে আত্মহত্যা করে। এ সময় তার স্ত্রী টেরপেয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন ছুটে যায়। পরে, আজ দুপুরের দিকে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 
টিআর/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি