ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

শেখ কামাল হাইটেক পার্কের স্থান পরিদর্শনে আইসিটি প্রতিমন্ত্রী

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৭, ২৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বরগুনায় প্রস্তাবিত শেখ কামাল হাইটেক পার্ক স্থাপনের জন্য স্থান নির্বাচন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(আইসিটি)প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি ইনফো সরকার প্রকল্প ফেইজ-৩’র সংশ্লিস্ট কর্মকর্তাবৃন্দসহ জেলা আইসিটি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যও রাখেন।
 

সূত্র জানায়,বুধবার দুপুরে দুইটায় বরিশাল থেকে বরগুনা এসে পৌঁছান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।এ সময় শেখ কামাল হাইটেক পার্ক স্থাপনের জন্য বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রাম এবং জেলা কারাগার সংলগ্ন দুটি স্থান পরিদর্শন করেন তিনি। এরপর বরগুনা পুলিশ লাইন্স হাইস্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বঙ্গবন্ধু ডিজিটাল হাব-এর উদ্বোধন করেন।সবশেষে বিকেল চারটার দিকে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি ইনফো সরকার প্রকল্প ফেইজ-৩-এর সংশ্লিস্ট কর্মকর্তাবৃন্দসহ জেলা আইসিটি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

এসময় তিনি বলেন,‘বরগুনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বরগুনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বরগুনার সংসদ সদস্য ছিলেন তাই বরগুনার উন্নয়নের দিকে তাঁর বিশেষ নজর রয়েছে।আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ সেই ডিজিটাল বালাদেশ থেকে দেশের কোন জেলা কিংবা কোন অংশ যেন বঞ্চিত না হয় এই জন্যই তিনি নির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশের ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেইনিং ইনকিউবিশন সেন্টার হবে যেখানে হাজার হাজার তরুণ তরুণী প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক কর্মসংস্থানের সুযোগ পাবে। তাই সকলের সহযোগিতা নিয়ে এখানে একটি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবিশন সেন্টার করবো।এরই মধ্যে তিনটি জায়গা পরিদর্শন করলাম আমার মনে হয় যে কোন একটি জায়গা পেয়ে গেলে অতি অল্প সময়ে আমরা শেখ কামাল আইটি ট্রেইনিং ইনকিউবিশন সেন্টার স্থাপন করতে পরবো।’   এরপর বিকেল পাঁচটা নাগাদ তিনি পুনরায় বরিশালের উদ্দেশ্যে বরগুনা ত্যাগ করেন।  
এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি