ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

ফেনীতে গাড়ি চাপায় ভ্যানচালক নিহত

ফেনী প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১৫, ২৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ফেনীর অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে গাড়ি চাপায় আজগর আলী (২৪) নামে একজন বেকারি ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর আলী সোনাগাজী দক্ষিণ চরছান্দিয়া গ্রামের অধিবাসী।

মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোরে অজ্ঞাত গাড়ি চালক বেকারি ভ্যানচালক আজগর আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি। 
আই/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি