ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

বাগেরহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮, ৩০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার সকালে স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিB শেনষে পুনরায় স্বাধীনতা উদ্যোনে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবসের কর্মসূচিতে বিভিন্ন সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষ এবং শিক্ষার্থী অংশ নেন।

স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন।

এছাড়া আরও বক্তব্য দেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি