ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

নেশাগ্রস্থ ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫১, ৩০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বখাটে ও মাদকাসক্ত ছেলের উৎপাত সইতে না পেরে অবশেষে পুলিশে দিলেন অসহায় পিতা-মাতা। আটকের পর তাকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।মাদকাসক্ত আজিম উদ্দিন (৩০) উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের রফিক মিয়ার ছেলে। 

মা কুলসুমা বেগম জানান, নেশার টাকার জন্য প্রায় আমাদের ও পবিবারের লোকজনকে বিভিন্নভাবে নির্যাতন করতো এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করতো।এমনকি তার পিতা এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতো।

সোমবার সকালে পরিবারের লোকজন নেশাগ্রস্থ আজিম উদ্দিনকে আটক করে পিতা-মাতার উপস্থিতিতে নাসিরনগর থানা পুলিশে সোর্পদ করে।দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজগর আলীর আদালতে হাজির করলে আজিম উদ্দিনকে এক বছরের  দন্ডাদেশ দেন। নাসিরনগর থানার ওসি ইনর্চাজ মো.সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি