ঢাকা, শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬

সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

আখাউড়া রেলওয়ে থানা (জিআর) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটারে আসার পর দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে একটি বগি লাইনচ্যুত হয়। সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত বগির উদ্ধার কাজ চলছে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি