ঢাকা, মঙ্গলবার   ১২ আগস্ট ২০২৫

রাজশাহীর শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী শীষ মোহাম্মদ গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৮, ৫ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৭:৫০, ৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীর শীর্ষ চোরাকারবারি শীষ মোহাম্মদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩ অক্টোবর গভীর রাতে উপজেলার বিজয় নগর মোড় থেকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারের পর তার কাছ থেকে ছয় রাউন্ড গুলিসহ একটি পিস্তল, দুইটি ম্যাগজিন, পাঁচটি প্যাকেটে ৫০০ গ্রাম হেরোইন এবং ১৫টি প্যাকেটে ১৫০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। শীষ মোহাম্মদের কাছে থাকা একটি ট্রাভেলস ব্যাগে এসব পাওয়া যায় বলে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান। গ্রেপ্তার শীষ মোহাম্মদ গোদাগাড়াী উপজেলার গড়ের মাঠ গ্রামের ইসরাইল হকের ছেলে। 

ইফতে খায়ের আলম বলেন, শীষ মোহাম্মদ র্দীঘদিন যাবত মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। এ সব মামলায় তিনি জামিনে থেকে এলাকায় চোরাকারবারি নিয়ন্ত্রণ করে আসছিল।

তিনি বলেন, গ্রেপ্তারের পর শীষ মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুইটি মামলা দেয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে তাকে চালান দেয়া হয়। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি