বাংলাদেশ সম্প্রীতির দেশ হিসেবে নজির স্থাপন করেছে
প্রকাশিত : ২৩:৪৫, ৬ অক্টোবর ২০১৯

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। এখানে ধর্ম যার যার উৎসব সবার।
এই চেতনা নিয়েই স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। যা জামায়াত-বিএনপি কখনো মেনে নিতে পারেনি। সেজন্য তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে বারংবার এদেশের হিন্দু, বৌদ্ধ-খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে আঘাত হেনেছে। সেখানে আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বের বুকে নজির স্থাপন করেছে। যা সমগ্র বিশ্বে বিরল।
রোববার বিকালে শার্শা উপজেলার উত্তর এলাকার সকল শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বিদের সাথে কূশলাদী বিনিময় ও সার্বজনীন শারদীয় দূর্গাৎসবের আনন্দ ভাগাভাগি শেষে পূজা মন্ডপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত শারদীয় মন্ডপে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নীল কমল সিংহ, সুকুমার দেবনাথ প্রমুখ।
কেআই/
আরও পড়ুন