ঢাকা, শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে র‌্যালি 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১৬, ৭ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সোমবার(৭ অক্টোবর) ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও শিশু একাডেমি।

সকালে জেলা কালেক্টর চত্বরে রঙ্গীন বেলুন উড়িঁয়ে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ঘোষণা করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের করা হয়।র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, শিক্ষার্থী সাদিয়া মাহাবুব নকশীসহ অনেকেই। 
সভায় বক্তারা শিশুদের পুথিগত শিক্ষার মধ্যে না রেখে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিক চর্চার প্রতি অভিভাবকদের যত্নশীল হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে জেলার বিভিন্ন স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আই/কেআই


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি