ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

বলগেটের ধাক্কায় সেতুতে ফাটল, যেকোনো সময় ভেঙ্গে পড়ার আশঙ্কা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৫, ৭ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৯:১০, ৭ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটি উপজেলার গোবিন্দপুর গ্রামে সোমবার (৭ অক্টোবর) সকালে বলগেটের ধাক্কায় একটি আয়রণ সেতুতে ফাটল ধরেছে। ভেঙে গেছে সেতুর নিচের লোহার পিলার। এ অবস্থায় সেতুটি যেকোনো সময় ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, সুগন্ধা নদী থেকে বালু নিয়ে একটি বলগেট পোনাবালিয়া খাল দিয়ে পাওতা গ্রামে যাচ্ছিলো। বলগেটটি গোবিন্দপুর গ্রামে আসলে আয়রণ সেতুর নিচের লোহার পিলারে ধাক্কা লাগে। এতে পিলারটি ভেঙে গিয়ে সেতুর মাঝখানে একটি ফাঁটল ধরে। এতে যেকোনো সময় সেতুটি ভেঙ্গে খালে পড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

সেতুটি দিয়ে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ও নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত করেন। সেতু পারাপার করে গোবিন্দুপুর প্রাথমিক বিদ্যালয় এবং অপরপ্রান্তের শহিদীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সেতুটি ভেঙ্গে পড়ার আগেই ভেঙ্গে যাওয়া পিলার ও ফাঁটল মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ২০০৬ সালে এলজিইডি বিভাগ পেনাবালিয়া খালের ওপর আয়রণ সেতুটি নির্মাণ করে। সেতুটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের ব্যবস্থা গ্রহণকরা হবে বলে জানিয়েছেন এলজিইডি কর্তৃপক্ষ।

গোবিন্দপুর গ্রামের রশিদ মৃধা বলেন, খাল দিয়ে বলগেট ও ড্রেজার চলাচল সাবধানে করার জন্য ইতিমধ্যে বলা হলেও কেউ কথা শুনছেন না। আমাদের গ্রামের গুরুত্বপূর্ণ সেতুটির লোহার পিলার ভেঙ্গে গেছে, ওপরে ফাঁটল ধরেছে। যেকোনো সময় ভেঙ্গে যেতে পারে সেতুটি। এতে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে। 

বলগেটের মালিক ফাহাদ হোসেন বলেন, বলগেটের শ্রমিকরা আমাকে বিষয়টি জানিয়েছে, আমি খোঁজখবর নিচ্ছি। আমাদের বলগেটও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে কিছু একটা করবো।

নলছিটি উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল্লাহ হেল বাকি বিল্লাহ চৌধুরী বলেন, সেতুটির পিলার ভেঙ্গে গেছে এবং ওপরে ফাঁটল ধরেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

আই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি