ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

ছাত্ররাজনীতি বন্ধ করার সুযোগ নেই : কৃষিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৬, ১২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, পৃথিবীর সব দেশেই ছাত্র রাজনীতি আছে। গণতান্ত্রিক চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার। তাই আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করার সুযোগ নেই।

শনিবার সকালে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের বারি’র কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি আছে। এমনকি ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়েও ছাত্র রাজনীতি রয়েছে। তাই বাংলাদেশে ছাত্ররাজনীতি আছে এবং থাকবে। তা নিষিদ্ধ করার সুযোগ নেই। তবে  সেটা হতে হবে স্বচ্ছ-সুন্দর নৈতিক। 

আবরার হত্যকাণ্ড নিয়ে মন্ত্রী বলেন, এই হত্যকাণ্ড কোনোভাবই মর্মান্তিক ঘটনা নয়।কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। ছাত্ররাজনীতি প্রত্যেকটি শিক্ষার্থীর মৌলিক অধিকার।
 
তিনি বলেন, স্বাধীনভাবে যেকোনো ব্যক্তি তার মত প্রকাশ করবেন, এটা তার গণতান্ত্রিক অধিকার। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি গবেষণার মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ, কৃষিবিদ আব্দুল মান্নান, গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রমুখ।  
আই/কেআই


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি