ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র শিক্ষাবৃত্তি প্রদান ও সাধারণ সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ১৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান ও সমিতির ২০১৮-১৯ আর্থিক বছরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১২  অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত সমিতির কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ।

সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ ও শিক্ষাবৃত্তি উপপরিষদের সদস্য-সচিব মাবুদ সালাহ্উদ্দীন চৌধুরী-এর সঞ্চালনায় সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি-২০১৯ প্রদান অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. সৈয়দ মুহম্মদ এমদাদ উদ্দীন, ত্রিপিটক থেকে পাঠ করেন বোধি রতন ভিক্ষু, গীতা পাঠ করেন বাবু অসীম চৌধুরী।

প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করেন সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ। তাঁর বক্তব্যে তিনি সমিতির ইতিহাস, শিক্ষাবৃত্তির পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরেন। 

এতে বক্তব্য রাখেন, সমিতির হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব মো. দিদারুল আনোয়ার।

প্রধান অতিথি ড. মোহাম্মদ শাহেদ তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে দেশে নৈতিক মূল্যবোধের চরম সংকট চলছে। শিক্ষাঙ্গণেও এর প্রভাব বিরাজমান; এর থেকে উত্তরণ ঘটা অত্যন্ত জরুরি।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবদুল মোবারক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামও সমিতির বৃত্তি পেয়ে শিক্ষাজীবন শেষ করেন এবং দেশ ও জাতির জন্য বড় অবদান রেখে গেছেন; তোমরাও তাঁর মত অবদান রাখবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।

শিক্ষাবৃত্তি অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ ও সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক শিক্ষাবৃত্তি প্রাপ্ত ১৪ জনকে চেক প্রদান করেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন মো. দিদারুল ইসলাম।

শিক্ষাবৃত্তি অনুষ্ঠানের পরপরই চট্টগ্রাম সমিতি-ঢাকা’র আর্থিক বছরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শোকপ্রস্তাব পাঠ করেন সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ। ২০১৮ সালের জুলাই হতে জুন ২০১৯ পর্যন্ত প্রাপ্তি ও পরিশোধের নিরীক্ষিত হিসাব ও জুলাই ২০১৯ হতে জুন ২০২০ পর্যন্ত আর্থিক বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ সম্পাদক মোহাম্মদ শাহ্ আলম এবং সমিতির গঠনতন্ত্রে কতিপয় সংশোধনীর প্রস্তাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ। 

সভায় আলোচনান্তে প্রস্তাবগুলো অনুমোদিত হয়। ট্রাস্ট সেক্রেটারির প্রতিবেদন উপস্থাপন করেন ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি এস. এম. আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এম. হারেস আহমদ, সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক, মো. আবদুল করিম, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন কোরেশী, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল করিম, হাসপাতাল কমিটির সদস্য সচিব মো. মহিউল ইসলাম মহিম, উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান ড. দীপক কান্তি চৌধুরী, মোহাম্মদ বদিউল আলম, সদস্য এড.
নাসরীন সিদ্দিকা লিনা, নির্বাহী পরিষদের সহ-সভাপতি সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, জয়নুল আবেদনি জামাল, মো. গিয়াস উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, নাছির উদ্দিন, নির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম. সাইফুদ্দিন আহমদ বাবুল, শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.ওয়াহিদ উল্লাহ, সাহিত্য ও সেমিনার
সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল চৌধুরী (শানু), দপ্তর সম্পাদক মোহাম্মদ নাছের (নাছির), স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক  মো. মামুনুর রশীদ রাসেল, আন্তর্জতিক সম্পাদক মো. তানভীর খান, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ শাহজাহান (মন্টু), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এডভোকেট আনিচ উল
মাওয়া (আরজু), নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম চৌধুরী, মো. কামাল হোসেন তালুকদার, মো. শাহাদাত হোসেন চৌধুরী হিরো, আহমদ মমতাজ, রাহুল বড়ুয়া, মো. কায়কোবাদ ওসমানী, মো. গিয়াস উদ্দীন চৌধুরী, মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, আবরাজ নুরুল আলম, আজম উদ্দীন তালুকদার এবং সমিতির সাবেক কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক জীবনসদস্য।
অভ্যাগত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি