অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে হবে: নানক
প্রকাশিত : ১৬:১৫, ১৪ অক্টোবর ২০১৯
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি বলেছেন, আওয়ামী লীগ টানা তিন দফায় ক্ষমতায় থাকার সুবাদে অনেক বহিরাগত দলে প্রবেশ করেছে। যারা আগে কোনো দিন দল করেনি অথবা অন্য দল থেকে এসেছে তারা ঘাপটি মেরে আছে। এসব অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, দল ভারী করতে যারা বিএনপি-জামায়াতকে আওয়ামী লীগে ঢুকিয়েছেন আর নিজের সুবিধা লাভের আশায় যারা আওয়ামী লীগে প্রবেশ করেছেন তাদের খুঁজে বের করে দল থেকে বের করে দিতে হবে।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর টাউন হলে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।
ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের কথা জানিয়ে নানক বলেন, কেন্দ্রীয় সম্মেলনের আগে জেলা ও উপজেলার সম্মেলন শেষ করা জরুরি। কমিটি গঠনকে কেন্দ্র করে দলে যেন বহিরাগতের অনুপ্রবেশ ও গ্রুপিং না হয়, সে ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, মির্জা ফখরুল আর মওদুদ সাহেবরা বড় বড় কথা বলেন, বুয়েটে যখন আমাদের বোন সনিকে হত্যা করা হলো কই আপনারা তো খুনিদের গ্রেফতার করেন নাই, তাদের বিচার করেন নাই। শেখ হাসিনা কিন্তু কাউকেই রেহাই দিচ্ছেন না, যারাই অপরাধ করুক তাদের গ্রেফতার করে বিচার করছেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদের হুইপ ইকবালুর রহিম, সাংসদ ডিউক চৌধুরী, সাবেক মন্ত্রী মোতাহার হোসেন, মোস্তাফিজার রহমান ফিজারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আই/
আরও পড়ুন










