ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

রাজশাহীতে ট্রেনে কেটে বাবা-মেয়ে নিহত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৬, ২১ অক্টোবর ২০১৯

রাজশাহীতে ট্রেনে কেটে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।সোমবার বিকেলে মহানগরীর ভদ্রা জামালপুর রেলক্রসিংয়ে পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।নিহতরা হলেন, মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলম মাখনের ছেলে কামরুজ্জামান রুবেল(৩০) ও তার মেয়ে রুবাইয়া খাতুন(৩)। 

রাজশাহীর জিআরপি থানার এসআই মশিউর রহমান জানান, খুলনাগামী আন্তগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি সাড়ে তিনটার দিকে মহানগরের ভদ্রা জামালপুর রেলক্রসিং অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।এতে কামরুজ্জামান রুবেল ও তার মেয়ে রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন। রুবেল ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তার শিশুকন্যাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর শিশুটির মৃত্যু হয়। 

জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল বলেন, এটি একটি দুর্ঘটনা।যদিও কেউ কেউ বলছে এটা আত্মহত্যা। তবে রেলক্রসিংয়ে গিয়ে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে এমন কোন তথ্যের সত্যতা পাওয়া যায়নি।তারপরও ঘটনাটি তদন্ত করে দেখা হবে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি