১৮ দিনের সন্তানকে পানিতে চুবিয়ে মারলেন বাবা
প্রকাশিত : ১৩:৩৯, ২৭ অক্টোবর ২০১৯
চোখ মেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে ছিল সে। কচি মুখে সব সময়ই হাসি লেগে ছিল। ঘুমের মধ্যেও মুখের উপর মশা বা মাছি পড়লে গালে হাসির রেখা ফুটে ওঠে। হাত পা ছুড়ে কচি শব্দে সকলের হৃদয়ে ভালোবাসায় স্থান দখল করে নেয়। এরপর সবকিছু থেমে যায় পাষন্ড পিতার হিংস্রতার কাছে। ১৮ দিনের শিশু আবদুল্লাহ আল মাহাদীর কচি মুখের কোমল হাসি নিভিয়ে দিলেন তারই বাবা বিজয় হাসান। নিজের সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করলেন এ বাবা নামের নরখাদক।
ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর পৌরসভাপর ভাংনাহাটি গ্রামে। আজ রোববার ভোর ৬টার দিকে প্রক্ষালণ কক্ষের (স্নানাগার) বালতির পানিতে চুবিয়ে শিশুটিকে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয়রা এমনটাই ধারণা করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোররাতে মায়ের পাশ থেকে ঘুমন্ত শিশুটিকে তুলে নেন তার বাবা বিজয় হাসান। এরপর প্রক্ষালণ কক্ষে থাকা বালতিতে ফেলে হত্যা করা হয় তাকে।
শিশুর নানা মোফাজ্জল জানান, এক বছর আগে উপজেলার নগর হাওলা গ্রামের শামসুল হকের ছেলে তার মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর পরকীয়া শুরু করে বিজয়। যা নিয়ে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, কলহ লেগেই থাকতো। যার জেরে এ শিশুকে হত্যা করা হয়েছে।
মায়ের পেটে থাকা অবস্থায় অভিযুক্ত বিজয় হাসান শিশুটিকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন মোফাজ্জল হোসেন।
বাথরুম থেকে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশুটির মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানিয়েছেন।
তিনি আরও জানান বলেন, ‘অভিযুক্ত বিজয় হাসানকে আটক করা হয়েছে।’
এমএস/
আরও পড়ুন










