ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

দেবীদ্বারে সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে সংবর্ধনা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩০, ২৭ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লার দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র এন এম জিয়াউল আলম সিনিয়র সচিব পদে পদোন্নতি লাভ করায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৪(দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
  
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রাকিব হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, অতিরিক্ত সচিব এ কে এম খাইরুল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. গোলাম মাওলা, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জয়নুল আবেদীন ও প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি