ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৭, ১১ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেছেন, ঘূর্ণিঝড় বুলবলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার এ ক্ষতি পুষিয়ে দিতে না পারলেও ক্ষতিগ্রস্থদের পাশে থাকবে। ঝড়ের দিন থেকেই সরকারি কর্মকর্তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। জরুরি ত্রান সহায়তা দেওয়া শুরু হয়েছে। 

সোমবার রাত ৭টার দিকে মামুনুর রশিদ বাগেরহাটের মোরেলগঞ্জে ভরাঘাটা এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্থ ৩‘শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, ইউপি সদস্য আসাদুজ্জামান বিপু এ সময় উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক ত্রাণ সামগী বিতরণ শেষে পল্লী বিদ্যুৎ ডিজিএমকে এ উপজেলার সর্বত্র যে কোন মূল্যে ১২ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করার নির্দেশ দেন। 

মোরেলগঞ্জে জরুরি সহায়তার জন্য ১৩০ বান্ডিল ঢেউটিন ও ৪০ মেট্রিক টন চাল মজুদ বিতরণের অপেক্ষায় রয়েছে বলেও জেলা প্রশাসক জানান।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি