ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫

এসএসসির ফরম পূরণে ১৩ শিক্ষার্থীকে সহায়তা দিল একুশে ফোরাম 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৮, ১৩ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

একুশে টেলিভিশনের সামাজিক সেবা সংগঠন একুশে ফোরামের উদ্যোগে সিরাজগঞ্জের এনায়েতপুরে দরিদ্র মেধাবী ১৩ এসএসসি পরিক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করা হয়েছে। 

বুধবার দুপুরে এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় চত্তরে এ শিক্ষা প্রতিষ্ঠানসহ মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এই টাকা তুলে দেয়া হয়। এ সময় এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া, মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ জেলা একুশে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত আলী, থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম সরকার, একুশে টেলিভিশনের সিররাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা, শিক্ষক প্রদীপ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
টাকা বিতরণের এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বক্তব্যে অতিথিরা বলেন, অসহায়রা মেধাবী হলেও পিছুটান শুধু আর্থিক দুর্বলতা। এ কারণে কেউ কেউ ঋণ করে টাকা সংগ্রহে এসএসসির ফরম পূরণে বাধ্য হয়। একুশে ফোরাম মেধাবী ছাত্র-ছাত্রীদের দূরাবস্থার কথা চিন্তা করে সঠিক সময় এগিয়ে এসেছে। এজন্য তাদের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমাদের প্রত্যাশা থাকবে আগামীতেও তারা মেধাবী অসহায় ছাত্রছাত্রীদের কল্যাণে যেন এভাবেই এগিয়ে আসে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ একুশে ফোরাম এলাকায় শহীদ মিনার নির্মাণ, দুর্যোগে ত্রাণ সহায়তা, চিকিৎসা সেবা প্রদান, শীতবস্ত্র প্রদান, অসহায়দের বিয়ের আয়োজন, ঈদ ও পূজা উৎসবে দরিদ্রদের সহযোগিতাসহ নানাভাবে মানুষকে সাহায্য সহায়তা করে আসছে। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি