ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫

ঝিকরগাছায় ইউপি সদস্যের বাড়ি থেকে সরকারি চাল জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৮, ১৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের ঝিকরগাছা উপজেলায় জামাল হোসেন নামে এক ইউপি সদস্যের বাড়ি থেকে ২০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাসের নেতৃত্বে ওই চাল জব্দ করা হয়। জামাল হোসেন উপজেলার নাভারণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাধন কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচপোতা গ্রামে ইউপি সদস্য জামাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় খাদ্য অধিদফতরের সিলযুক্ত ২০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

তিনি বলেন, অভিযানের সময় জামাল হোসেন বাড়িতে না থাকায় তাকে আটক করা যায়নি। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঝিকরগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজাজুর রহমান বলেন, ঘটনার পর থেকে ইউপি সদস্য জামাল হোসেন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

একে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি