ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫

উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেনে আগুন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ১৪ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৫:১৭, ১৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাক্ষণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার শিকার হলো রেলওয়ে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উল্লাপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, রংপুর এক্সপ্রেস ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে যায়, এছাড়া পুড়ে গেছে ২টি বগি। 

ট্রেনটি রংপুর হতে ঢাকা যাচ্ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনায় পতিত হয়ে কাত হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটিতে আগুন জ্বলছে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে। দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি