ঢাকা, শনিবার   ১৫ নভেম্বর ২০২৫

১১০ বছরের পুরানো সেতু (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ১৬ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যশোর-বেনাপোল মহাসড়ক। এ মহাসড়কের ঝিকরগাছা বাজারের পাশে কপোতাক্ষ নদের ওপর সেতুটির বয়স ১১০ বছর। পুরানো-জরাজীর্ণ সেতু দিয়েই চলচল করছে পন্য বোঝাই যানবাহন।  দীর্ঘ দিন মেরামত না হওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।  ধসে পড়তে পারে যে কোন মুহুর্তে । 
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় ১৯০৭ সালে সড়ক ও জনপথ বিভাগ ১১৯ মিটার সেতুটি নির্মাণ করে। স্বাধীনতা যুদ্ধের সময় সেতুর মধ্যভাগ বোমা মেরে উড়িয়ে দেয় পাকিস্তা নীবাহিনী। ১৯৭২ সালে ক্ষতিগ্রস্ত অংশ নতুন করে নির্মাণ করা হয়।
এই সেতুর উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে বেনাপোল ও ভোমরা বন্দর দিয়ে আমদানি-রফতানির পণ্যবোঝাই ভারী ভারী যান। এছাড়াও বেনাপোল, সাতক্ষীরা ,যশোর, খুলনা, ফরিদপুর, কুয়াকাটা, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, ঢাকা, সিলেট ও চট্টগ্রামগামী বাস চলাচল করে থাকে।
ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ও গুরুত্বপুর্ণ এই সেতু সংস্কার কিংবা নতুন সেতু নির্মানের দাবি  চালক ও যাত্রীরা।
সড়ক বিভাগ বলছে নতুন সেতু নির্মাণে ভূমি অধিগ্রহণের কাজ চলছে। 
পথচারী, যানবাহন চলাচল ও আমদানী রপ্তানীর সুষ্ঠু ব্যবস্থাপনায় দ্রুত সেতুটি সংস্কার প্রয়োজন।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি