ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ১৬ নভেম্বর ২০১৯

রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আবারও রাস্তায় নেমে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন  পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (১৬ নভেম্বর) সকালে আশুলিয়ার কলমায় অবস্থিত ট্রেন্ডি আউটওয়্যার লিমিটেড কারখানার প্রায় ৭’শ শ্রমিক কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এর আগেও এই শ্রমিকরা রাস্তায় নেমে বকেয়া বেতন- ভাতার দাবিতে বিক্ষোভ করেছিলেন।

শ্রমিকরা জানান, অক্টোবর মাসের বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ নানা টালবাহানা করছেন। এর আগেও তারা বেতনের দাবিতে আন্দোলন করেছিলেন। সে সময় কারখানা কর্তৃপক্ষ গত ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) বেতন পরিশোধ করবেন বলে সময় নেন।

সে অনুযায়ী শ্রমিকরা শনিবার সকালে বকেয়া বেতনের জন্য কারখানায় আসলে মালিকপক্ষ বেতন পরিশোধ না করেই আবারও সময় চান। শ্রমিকরা এ ঘোষণা শুনে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

কারখানাটির কাটিং বিভাগের শ্রমিক হজরত আলী বলেন, বেতন-ভাতার জন্য কারখানার মালিক আমাদের আর কত ঘোরাবে। কতদিন হলো এ সমস্যা তৈরি হয়েছে। বেতন-ভাতা না পেয়ে আমরা অনেক সমস্যার মধ্যে আছি। খেয়ে না খেয়ে দিন পার করছি আমরা।

তবে এ ব্যাপারে ট্রেন্ডি আউটওয়্যার লিমিটেড কারখানার চেয়ারম্যান সানোয়ার হোসেন বলেন,  গত (১৪ নভেম্বর) বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা থাকলেও ব্যাংকের অর্থ জটিলতার কারণে টাকা তোলা সম্ভব হয়নি। তাই সেদিন আমি শ্রমিকদের বেতন দিতে পারিনি।

আজ শনিবার ব্যাংক বন্ধ থাকায় বেতন দেওয়া যাচ্ছেনা। শ্রমিকদের থেকে সময় চাওয়া হয়েছে আগামী সোমবার (১৮ নভেম্বর) সকালে সব শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।

এআই/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি