ঢাকা, শনিবার   ১৫ নভেম্বর ২০২৫

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি, সন্তোষে মানুষের ঢল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৩, ১৭ নভেম্বর ২০১৯ | আপডেট: ১২:০৮, ১৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩ তম ওফাত বার্ষিকী পালিত হচ্ছে। অসংখ্য মুরিদান ও ভক্তদের কণ্ঠে যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে মজলুম জননেতার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষের মাজার প্রাঙ্গণ।

রোববার সকাল সাড়ে সাতটায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলাউদ্দিন ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন। এরপর জেলা আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দেশি বিদেশি অসংখ্য ভক্ত মুরিদান ও সর্বস্তরের জনতা মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণসভা, গণভোজ, মেলাসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ, দোয়া মাহফিল, ওরশ, দুস্থদের মাঝে খাবার বিতরণ, কাঙালী ভোজ, মাওলানা ভাসানীর কর্মময় জীবনের উপর আলোচনা সভা, বাউল গানসহ নানা কর্মসূচি।

দিবসটি উদযাপন উপলক্ষে ভোর হতেই টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে ভক্ত ও মুরিদানদের ঢল নেমেছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি