ঢাকা, শনিবার   ১৫ নভেম্বর ২০২৫

সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৬ দফা দাবীতে মানববন্ধন 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৯, ১৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সড়ক পরিবহন আইন ২০১৮ এর কতিপয় ধারা সংশোধনসহ ৬ দফা দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহনের শ্রমিক নেতারা। রোববার সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। 

এসময় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক নুর ইসলাম মুন্সি, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন দুলু প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকে মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি