ঢাকা, শনিবার   ১৫ নভেম্বর ২০২৫

আশুলিয়ায় ‘পুলিশের সোর্সের’ ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

সাভার সংবাদদাতা 

প্রকাশিত : ১২:০৯, ১৯ নভেম্বর ২০১৯ | আপডেট: ১২:১৪, ১৯ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার আশুলিয়ায় নয়ন (১৮) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবক নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদক ও টাকা আদায় করতো বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দিনগত রাত ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার ওয়েসিস স্কুলের পাশে একটি শাখা সড়ক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, শিল্পাঞ্চলের ভাদাইল এলাকার ওয়েসিস স্কুলের পাশে একটি ইট সলিং রাস্তার ওপর নয়নের ক্ষত-বিক্ষত লাশ দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। এরপর রাত ১২টার দিকে নিহতের লাশটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।

তিনি জানান, ওই যুবককে ধারাল অস্ত্র দিয়ে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি রাস্তায় ফেলে রেখে গেছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, নয়ন নিজেকে সোর্স পরিচয় দিয়ে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদক ও টাকা আদায় করতো। তবে সে আশুলিয়া থানা পুলিশের কোনও সোর্স ছিল না বলে তিনি দাবি করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি