ঢাকা, শনিবার   ১৫ নভেম্বর ২০২৫

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৭:৪৬, ২০ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জে ২০১৮-১৯ অর্থবছরে খরিপ-২ মৌসূমে রাজস্ব খাতের অর্থায়নে রোপা আমন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় বাহ্রা ইউনিয়নের কান্দামাত্রা গ্রামে এ অনুষ্ঠান করা হয়। 

অনুষ্ঠানে নব-উদ্ভাবিত ব্রিধান-৮০’র চাষাবাদ পদ্ধতি অবহিত করতে কৃষকদের নিয়ে এ মাঠ দিবস করা হয়। কৃষাণী মায়ারানী বাউলের জমিতে এ ধানের বীজ উৎপাদন করা হয়।

কৃষক ননী গোপাল মন্ডল এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসমা জাহান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, বাহ্রা ইউপি সদস্য মনিন্দ্র বাউল প্রমূখ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি