ঢাকা, শনিবার   ১৫ নভেম্বর ২০২৫

সাভারে বসতবাড়িতে আগুনে ১৮টি কক্ষ পুড়ে ছাই

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৯, ২০ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সাভারে একটি টিনশেড বাড়ীর আগুন ফায়ার সার্ভিসের ঘন্টাব্যাপি চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সাভারের আরাপাড়া এলাকায় জব্বারের বাড়িতে সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৬ টার দিকে সাভারের আরাপাড়ার ওই বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টার চোষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টিনশেড ওই বাড়ির প্রায় ১৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ভাড়াটিয়াদের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার লিটন আহম্মেদ বলেন, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি