ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

আমতলীতে পিএসসি’র ফল পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন 

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ৫ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বরগুনার আমতলী উপজেলার পিএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে মানবববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে তারা এবং তাদের অভিভাবকরা। দাবি মানা না হলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচিতে যাবার ঘোষণা দিয়েছেন তারা। 

আজ রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে আমতলী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় বক্তারা বলেন, আমতলী উপজেলার পিএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন করতে হবে এবং এ দাবি মানা না হলে আমরন অনশনসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। 

আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধা তালিকার প্রথম ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ না পাওয়ায় এই শিক্ষার্থী এবং অভিভাবকরা এই কর্মসূচি পালন করেছে। কর্মসূচি চলাকালে তারা বলেন, যারা ফলাফলে কারসাজি করেছে তাদেরকে আইনের এনে শাস্তি দিতে হবে এবং আমতলী উপজেলার পিএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন করতে হবে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি