ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

মুনাজাতে শেষ হল খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) ওরশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ৫ জানুয়ারি ২০২০

বিশ্ব মানবতার মঙ্গল ও বাংলাদেশের সুখ-সমৃদ্ধি কামনা করে দেশ-বিদেশের লাখ-লাখ মুসুল্লীর দু’হাত তুলে আমিন-আমিন ধ্বনির মধ্যদিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফে হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরীর (রঃ) তিন দিনব্যাপী বাৎসরিক ওরশ শেষ হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দরবার শরীফের গদ্দিনশীন হুজুর হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার পরিচালনায়  মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় খাজা এনায়েতপুরী (রঃ) আওলাদগণ, সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আব্দুল লতিফ বিশ্বাস অংশ নেন।

পরে আগত দেশের বিভিন্ন জেলা-উপজেলা এবং ভারতের আসাম থেকে আগত অগণিত জাকেরানদের বিদায় দেয়া হলে তারা বহর নিয়ে নিজ-নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এভাবেই শেষ হলো ১০৫ তম বাৎসরিক ওরশ।

এ ব্যাপারে মাজার শরীফ কর্তৃপক্ষের মাও. আলহাজ্ব আব্দুল আওয়াল ও আনসার কমান্ডার আনিছুর রহমান জানান, ‘ধর্মীয় ভাবগাম্ভির্যে শান্তিপূর্ণভাবে ওরশ শেষ হওয়ায় আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। এবার শীতের পাশাপাশি বৃষ্টিতে কিছুটা দুর্ভোগ হলেও অতীতের চেয়ে রেকর্ড সংখ্যক ভারতের আসাম ও সাড়া দেশের ভক্তদের আগমন হয়েছে।’

তারা জানান, ‘আগন্তুকদের থাকা-খাওয়াসহ সবরকম ব্যবস্থা গ্রহণ করেছিল দরবার শরীফ কর্তৃপক্ষ। আল্লাহ পাকের সন্তুষ্টিলাভে এবারের আয়োজন সবারই দৃষ্টি কেড়েছে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনও নিয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।’

এআই/
 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি