দিরাইয়ের আন্তঃইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
প্রকাশিত : ১৭:০১, ১৬ জানুয়ারি ২০২০

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর সরকারি মাঠে দিনব্যাপী আন্তঃইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ শুরু হয়েছে। এতে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী গ্রহণ নিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ খেলার উদ্বোধন করেন চরনারচর প্রধান অতিথি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার।
দিরাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাবু তাপস রঞ্জন রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লৌলারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীন্দ্র কুমার ভূইয়া এলং জুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেন্দ্র চন্দ্র সরকার, পেরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার দাস, মানিক দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাস চন্দ্র দাস, মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজলা রানী রায়, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, চরনারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর চন্দ্র রায়, আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেন্দ্র দাস প্রমুখ।
চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার বলেন, বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা শিক্ষকদের পাশপাশি তাদের অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের মেধা মনন বিকাশে খেলাধূলার কোন বিকল্প নেই। এই খেলাধূলা একটি মানুষের চরিত্র গঠনের পূর্বশর্ত।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন অতিথিরা।
এএইচ/
আরও পড়ুন