ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

কারাগারে আসামীকে গাঁজা দেয়ার অভিযোগে দর্শনার্থীকে কারাদন্ড 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৫৫, ২০ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও জেলা কারাগারে আসামীকে গাঁজা দেওয়ার সময় একরামুল (৩৫) নামে এক দর্শনার্থীকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে এই দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। দন্ডিত ব্যক্তি একরামুল জেলার পীরগঞ্জ উপজেলার মৃত সহিরুদ্দিনের ছেলে।
 
উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন, জেলা কারাগারে আসামীকে গাঁজা দেওয়ার  খবর পেয়ে সদর থানার পুলিশ ফোর্সসহ সেখানে গিয়ে একরামুলকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হলে শুনানীর পর তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয় এবং দন্ডিত ব্যক্তিকে কারাগারে প্রেরণ করা হয়। 

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি