ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

তিনছাত্রী গণধর্ষণের ঘটনায় তিনজনকে আদালতে সোপর্দ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৯, ২৮ জানুয়ারি ২০২০ | আপডেট: ২০:৫০, ২৮ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের ঘাটাইলে তিন ছাত্রী গণধর্ষণের ঘটনায় তিন জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হয়। আটককৃতরা হচ্ছে ইউসুফ, বাবুল ও সুজন। 

ঘাটাইল থানার ইন্সপেক্টর তদন্ত মো. সাইফুল ইসলাম বলেন, আটকৃতদের মধ্যে তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবি বলেন, আটকৃতদের বিষয়ে বিজ্ঞ আদালতে শুনানী শেষে সিদ্ধান্ত দিবে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী টাঙ্গাইলের ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী বিদ্যালয়ে এসে পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে ৫/৭জন অজ্ঞাত ব্যক্তি তাদের ঘিরে ফেলে তিনজনকে ধর্ষণ করে। 

গতকাল এক ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতে চারজনকে আটক করে।

কেআই/এসি
 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি