ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

পোরশায় ২৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৩, ২৮ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া এলাকায় সোমবার বিকেলে অভিযান চালিয়ে ২৭৬ বোতল ফেন্সিডিলসহ রাবিউল ইসলাম (২৬) ও মিজানুর রহমান (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। 

আটক রবিউল গাঙ্গুরিয়া দেওয়ান পাড়া গ্রামের জিল্লুর রহমান ও মিজানুর একই গ্রামের মৃত মছের মন্ডলের ছেলে। আটক দুই জনের বিরুদ্ধে মঙ্গলবার সকালে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার ওসি একেএম শাহিনুল ইসলাম জানিয়েছেন।

ওসি শাহিনুল ইসলাম জানান, র‌্যাব-৫ সিসিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে সোমবার বিকেল ৩টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ফেন্সিডিল বিক্রির করার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে পাশের ভারত থেকে মাদক সংগ্রহ করে তারা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে তারা র‌্যাবের কাছে স্বীকার করেছে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি