ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

কলারোয়া সীমান্তে ৬টি সোনার বার উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:০১, ৩১ জানুয়ারি ২০২০ | আপডেট: ২০:০৪, ৩১ জানুয়ারি ২০২০

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৬টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্তে রাজ্জাকের মোড় এলাকা থেকে এগুলো উদ্ধার হয়। তবে এসময় কেউ আটক হয়নি।

কাঁকডাঙ্গার বিওপির নায়েব সুবেদার জহির উদ্দীন বাবর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই স্থানে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালায়। 

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশী করে ৬টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো বলে তিনি জানান। সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি