ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫

আইসিসিবিতে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলে বসেছে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো-২০২৫’। অগ্নি নির্বাপক নিরাপত্তা  প্রযুক্তি, নিরাপত্তা সরঞ্জাম, স্মার্ট মনিটরিং সিস্টেম, স্বাস্থ্য ও অগ্নি নিরাপত্তা  প্রযুক্তি, স্মার্ট সফটওয়্যার সল্যুশনস, সাইবার নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তির এআই সল্যুশনও প্রদর্শিত হচ্ছে এক্সপোতে। 

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

জার্মানী, চায়না, তাইওয়ান, দুবাই, ইন্ডিয়া, হংকংসহ বিশ্বের আটটি দেশ থেকে অর্ধশতাধিক নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান, সফটওয়্যার নির্মাতা ও সল্যুশন প্রোভাইডাররা এখানে নিজেদের সিকিউরিটি পণ্যগুলো প্রদর্শন করছেন। 

প্রযুক্তিপণ্য সেবাদানকারী প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড, তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের বাণিজ্যক সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও দুবাইয়ের  প্রযুক্তি কোম্পানি জিপিই এক্সপো (এফজেডই) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।

অংশ নেয়া দেশী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়ালটন, স্মার্ট টেকনোলজিস, জিকোর টেকনোলজিস এর সতর্ক, টিপসই এর মতো প্রতিষ্ঠান। 

বিভিন্ন  ধরনের সেন্সর ডিটেক্টর ছাড়াও প্রদর্শনীতে সবচেয়ে বেশী প্রাধান্য দেখা গেছে সিসি ক্যামেরার। হিক ভিশন, ডাহুয়া, সেইফ এর মতো ব্রান্ড। এ এক্সপোতে যোগ দিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিসও।

সকাল থেকেই নিজেদে পণ্য ও সেবা সাজাতে দেখা যায় প্রদর্শনী স্থলে। তবে উদ্বোধনীর আগে দর্শক ছিলো কম। আয়োজকরা মনে করছেন, উদ্বোধনের পর বিকেল নাগাদ দর্শনার্থী বাড়বে। 

আয়োজক সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন অনুষ্ঠিত হবে। এতে আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে দেশের  নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক, সফটওয়্যার, ব্যাংকিং, করপোরেট, সাইবার নিরাপত্তা খাতের তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আলোচনা করার সুযোগ রয়েছে। 

এর মধ্য দিয়ে আন্তর্জাতিক উদ্ভাবনের সঙ্গে দেশীয় নিরাপত্তা প্রযুক্তি শিল্পের স্মার্ট সংযোগ তৈরি হবে। সেসাথে দেশের  নিরাপত্তা ও সুরক্ষা পণ্যের তরুণ উদ্যোক্তাদের ব্যবসার নতুন সুযোগ তৈরি হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি