ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

চান্দিনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৬, ৩১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লার চান্দিনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ ও ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। আব্দুস সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল এবং ফ্রি ব্লাড গ্রুপিংয়ের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দিনব্যাপী চান্দিনার বরকইটে তাম্বুলিয়া চেয়ারম্যান বাড়ীতে এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, ফাউন্ডেশনে সমন্বয়ক এসএম সাইফুল আলমসহ আরও অনেক রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, গোমতি প্রাইভেট হাসপাতাল ও মইনিয়া সাইফিয়া ব্লাড ব্যাংক। ক্যাম্পে বিভিন্ন বয়সের ৪ শতাধিক লোকের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি