গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু
প্রকাশিত : ১১:৩৬, ১৮ জুলাই ২০২৫

গোপালগঞ্জ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সি (৩২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যৃর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, গোপালগঞ্জ থেকে আসা গুলিবিদ্ধ রমজান চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে নিহতের ভাই হিরা মুন্সি জানান, তাদের বাড়ি গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকায়। রমজান পেশায় রিকশা চালাইতো। গত ১৬জুলাই সকালে রিকশা নিয়ে বের হয়। দুপুড়ে রিকশা চালিয়ে সদর থানার চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় যায়। সেখানে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় রমজান। পরে আহত অবস্থায় তাকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ১৬ জুলাই রাত সারে ১২টার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যায়।
এসএস//
আরও পড়ুন