ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

শার্শায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৩, ৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টার দিকে বেনাপোল-যশোর রেলপথের শার্শার ত্রিমোহিনী নামক স্থানে। 

বেনাপোল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কামাল উদ্দিন জানান, সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি শার্শার নাভারন ত্রিমোহনী এলাকায় পৌঁছালে রেল লাইনের উপরে বসে থাকা অজ্ঞাত যুবক কাটা পড়ে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এসময় তার লাশ দেখতে উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় করে। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি