শ্রীপুরে শীর্ষ চাঁদাবাজকে ধরে পুলিশে দিল বিএনপি কর্মীরা
প্রকাশিত : ১১:১৩, ১৭ জুলাই ২০২৫

গাজীপুরের শ্রীপুরে শীর্ষ চাঁদাবাজ জাহাঙ্গীর আলম পিন্টুকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকায় শীর্ষ চাঁদাবাজ জাহাঙ্গীর এমসি বাজারে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু জানান, শীর্ষ চাঁদাবাজ জাহাঙ্গীর আলম পিন্টু চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। পুলিশের তালিকায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানান, জাহাঙ্গীর আলম পিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ ৭টি মামলা রয়েছে। অনেকদিন ধরে পুলিশ গ্রেফতারের জন্য তাকে খুঁজছিল। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এএইচ
আরও পড়ুন