ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

ধর্মপাশায় গুচ্ছগ্রাম অন্যত্র স্থানান্তরের দাবীতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৭, ৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনয়িনের খিদিরপুর গ্রামের হতদরিদ্র জনগণের চাষকৃত জমি থেকে প্রস্তাবিত আমানীপুর গুচ্ছ গ্রাম অন্যত্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় খিদিরপুর গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
 
মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত গুচ্ছগ্রাম অন্যত্র স্থাপন করা হলে এলাকার হতদরিদ্র মানুষ চাষাবাদের জমি হারাবে। ফলে তারা তাদের পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করবে। এর আগে গত ২৯ জানুয়ারি এলাকাবাসী এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছিলেন। 

কেআই/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি