ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

বড়ভাইকে গলা কেটে হত্যা করে ছোট ভাইয়ের আত্মসমর্পণ 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

নাটোরে বড় ভাই ওমর ফারুককে (৪০) গলা কেটে হত্যা করে স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছে ঘাতক ছোট ভাই শাজাহান আলী (৩৫)। মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার জংলি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘাতক শাজাহান ও নিহত ওমর ফারুক জংলি এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শহরতলীর জংলি এলাকায় জংলি মোড়ের একটি চায়ের দোকানে বসে ছিলেন ওমর ফারুক। এসময় তার ছোট ভাই শাজাহান আলী পিছন থেকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে আশংকজনক অবস্থায় নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে সে মারা যায়। নিহত ওমর ফারুক প্রাণ এ্যাগ্রো কোম্পানীর নাটোর কারখানার চুক্তিভিত্তিক শ্রমিক।

এদিকে বড় ভাইকে ছুরিকাঘাত করে ঘাতক ছোট ভাই শাজাহান আলী স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি