ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সোনামসজিদ স্থলবন্দর ব্যবহারকারীদের মেশিন রিডেবল পরিচয়পত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৬, ১২ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ডিজিটালাইজেশন করার লক্ষ্যে বন্দর ব্যবহারকারীদের মেশিন রিডেবল পরিচয়পত্র প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বন্দরে আনুষ্ঠানিকভাবে বন্দর ব্যবহারকারীদের হাতে পরিচয়পত্র তুলে দেয়া হয়েছে।

বন্দর পরিচালনকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অন্তর্ভূক্ত ১২ শতাধিক বন্দর ব্যবহারকারীকে পর্যায়ক্রমে পরিচয়পত্র দেয়া হবে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছে কর্তৃপক্ষ। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আক্তার, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান খান, পানামা পোর্টেও জেনারেল ম্যানেজার বেলাল হোসেন, কাষ্টমস সুপার জাহাঙ্গীর হোসেন, শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান প্রমুখ।

কেআই/আরকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি