ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

মাগুরায় গুলিবিদ্ধ ২ ডাকাতের লাশ উদ্ধার 

মাগুরা প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১০:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মাগুরার বারাশিয়া এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দিবাগত রাত ১টার দিকে বারাসিয়া মধ্যপাড়া এলাকায় গোলাগুলির শব্দ শুনে এলাকাবাসীর খবরে মাগুরা সদর থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্র রামদা ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

নিহতরা হলেন ফরিদপুরের মধুখালি উপজেলার আড়পাড়া গ্রামের গফুর মন্ডলের ছেলে লাভলু মন্ডল ও বোয়ালমারি থানার হাটখোলার চর গ্রামের ওহাব মোল্যার ছেলে দাউদ মোল্যা। 

পুলিশের ধারণা, ডাকাত দলের দু-গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তাদের নামে মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ডাকাতির ১২টির অধিক মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। 

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমান সেলিম জানান, ‘রাত ১ টার দিকে পুলিশ গুলিবিদ্ধ লাশ দুটি নিয়ে আসলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।’

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি