ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

‘কৃষকদের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে’ 

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০১, ২৮ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৬:০২, ২৮ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কৃষকদের কল্যাণে সরকার ১ হাজার ২শ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। কৃষককদের উন্নয়নে নিরলসভাবে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যা অতীতে কোনো সরকারই করেনি।

আজ শুক্রবার দুপুরে জেলা কৃষক লীগের আয়োজনে শহরের শিল্পকলা একাডেমির হলরুমে কৃষক লীগের বর্ধিত সভায় বক্তরা এসব কথা বলেন। 

বাংলাদেশ কৃষক লীগ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

সভায় উদ্বোধক ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এড. শামীমা শাহারিয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, কৃষক লীগের সিলেট বিভাগের সমন্বয় কৃষিবিদ ড. মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা প্রমুখ। 

বক্তারা সরকার মহাপরিকল্পনা নিয়ে দেশের কৃষক সমাজ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে জানান। এই উন্নয়নের ধারা সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপি জামায়াত জোটের যেকোন ধরনের অপতৎপরতা প্রতিহত করার ঘোষণা দেন। 

এআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি