ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

এনায়েতপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের এনায়েতপুরে স্ত্রী হত্যা মামলায় পাষণ্ড স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক আব্দুল্লাহ হোসেন (৩৫) খুকনী মোল্লা পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। 

এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, গত প্রায় ৪ মাস আগে মালয়েশিয়া প্রবাসী আব্দুল্লাহ বাড়ি আসলে স্ত্রী খাদিজা খাতুনের সাথে পারিবারিক কলহ জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গত ২৩ ডিসেম্বর সোমবার ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল্লাহ খাদিজাকে কিল-ঘুষি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তখন পালিয়ে যায় স্বামী। এ ঘটনায় থানায় একটি মামলাও হয়। কিন্তু দীর্ঘ দিন ধরে পলাতক ছিল প্রধান আসামী আব্দুল্লাহ। হঠাৎ পুলিশের কাছে খবর আসে সে বিদেশ পালিয়ে যাবে। এ কারণে মামলার দতন্ত কর্মকর্তা এসআই আবু সাইদ পুলিশ সদস্যদের নিয়ে গত বৃহস্পতিবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে শুক্রবার দুপুরে থানায় এনে আসামী আব্দুল্লাহকে জেল হাজতে প্রেরণ করা হয়।

কেআই/এসি


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি