ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কুমিল্লায় কাউন্সিলর কাপে চ্যাম্পিয়ান রয়েল অফ গোমতী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লায় কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে রয়েল অফ গোমতী।

শুক্রবার বিকেলে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে চ্যাম্পিয়ান ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন, কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আবদুল ফজল মীর, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন, টুর্ণামেন্টে কমিটির সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থ্যার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, ক্রিকেট উপ-কমিটির সভাপতি সাইফুল আলম রনি, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসীন বাহার সূচনাসহ আরও অনেকে।

ফাইনাল ম্যাচে প্রথম ব্যাট করে রয়েল অফ গোমতী ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে জসিম উদ্দিন সর্ব্বোচ ৬০ রান করেন। জবাবে ওয়েলফেয়ার ইউনাইটেড ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাকির হোসেন সর্ব্বোচ ৪০ রান করেন। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন শাহ পরান।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি