ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

দেবীদ্বারে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৮, ২ মার্চ ২০২০

নিধনকৃত মাছ। ছবি: একুশে টেলিভিশন

নিধনকৃত মাছ। ছবি: একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

কুমিল্লার দেবীদ্বারের রাজামেহারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন করেছে।
 
রোববার রাতের অন্ধকারে কে বা কারা দেবীদ্বারের রাজামেহার গ্রামের মৎস চাষি আবু সাইদ সরকারের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধন করে।

মৎস চাষি আবু সাইদ সরকার জানান, পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখে আজ সকাল ৬টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গিয়ে দেখেন পুকুরের সব মাছ মরে শেষ। পাঙ্গাস ও তেলাপিয়া মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ ছিল পুকুরে। 

এ ব্যাপারে দেবীদ্বার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি