ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শিবিরের হামলায় ছাত্রলীগকর্মী নিহত

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৪, ২ মার্চ ২০২০ | আপডেট: ২২:৩৬, ২ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নে শিবিরের হামলায় ছাত্রলীগের গুলিবিদ্ধসহ ৫ জন আহত হওয়ার ঘটনায় আহত ছাত্রলীগ কর্মী রাকিব মারা গেছে। সোমবার (২ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, পরিবারের লোকজন তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। এবিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।            

প্রসঙ্গত, রোববার রাতে ইউনিয়নের নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের পলোয়ান বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তারা। হঠাৎ রাত ৮টার দিকে শিবিরের কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি করে। আতংকগ্রস্ত হয়ে স্থানীয়রা দিকবিদিক ছুটোছুটি করে পালিয়ে যায়। 

এরপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা বাধা দিতে গেলে শিবিরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শিবিরের কয়েকজন দোকানে ডুকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের কর্মীদের। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি